
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক এ এস আই আহত হয়েছেন। বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ইসলামপুর পৌর এলাকার বেপারী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ দুই নারীসহ ছয় জনকে গ্রেফতার করেছে। আহত এ এসআই আমিনুল ইসলাম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
থানা সূত্রে জানা যায়, এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে ইসলামপুর থানা পুলিশের একটি দল জুয়া,ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের ধরতে ইসলামপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করে। পরে তাকে ছিনিয়ে নিতে মাদক চক্রের অন্যান্য সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়।
এসময় এএসআই আমিনুল ইসলামের মাথায় মাদক ব্যবসায়ীরা লাঠি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে গুতু বেপারী (৬০), বাগু বেপারী (৪৫), রুকন (৩০), মুরজুইল বেগম (৪০) ও দুলনা বাইছ (৩০) সহ ছয় জনকে আটক করেছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, ‘এ ঘটনায় একটি এসল্ট (হামলা) মামলার প্রস্ততি চলছে।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।