
পলাশবাড়ি প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী এ,এ ,এস,বি,পি মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৮ শতাধিক ছাত্রী খোলা আকাশের নিচে পাঠদান করছে।
মাদ্রাসাটির ৮ টি ক্লাসরুম গাইবান্ধা পলাশবাড়ী সড়কের পাশে হওয়ায় রাস্তার জায়গায় পরায় এসব ক্লাসরুম ভাংচুর করা হয় । আর এতে মাদ্রাসার প্রায় আট শতাধিক ছাত্রী ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না ছাত্রী শূন্য মাদ্রাসাটি । আর যারা মাদ্রাসায় আসছেন তার খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে। আজ রবিবার দুপুরে উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন মাদ্রাসাটির ব্যহাল অবস্থা দেখতে এসে দ্রুত সংস্কারের আশ্বাস প্রদান করেন।
ছাত্রীদের নিয়মিত ক্লাস পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের ও উপজেলা প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন মাদ্রাসাটির শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
⇘সংবাদদাতা: পলাশবাড়ি প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।