মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে বাসের চাপায় ফরহাদ হোসেন (৩২) নামের মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের গাংগাইর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামের রইজ উদ্দিনের ছেলে এবং পেশায় টাইলস্ মিস্ত্রি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কাজ শেষে মোটর সাইকেল করে বাড়ি ফিরছিলেন ফরহাদ। পথে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের গাংগাইর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে এসে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ফরহাদ। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ফরদাদকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে।
মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসচালক নজরুলকে রাতেই আটক করা হয়েছে।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।