কবি এম.এ করিমের 'শ্বেত বসনের আঁচল' এখন বইমেলায়

S M Ashraful Azom
0
কবি এম.এ করিমের 'শ্বেত বসনের আঁচল' এখন বইমেলায়
শিব্বির আহমদ রানা, চট্টগ্রাম প্রতিনিধি: ২০১৯ সালের অমর একুশে বইমেলা উপলক্ষে সিলেটের পায়রা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তরুণ লেখক বাঁশখালীর কৃতি সন্তান এম.এ.করিম এর প্রথম কাব্যগ্রন্থ “শ্বেত বসনের আঁচল”।

চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলার ৪নং বাহারচরা ইউনিয়নের পূর্বে জলকদর খাল এবং পশ্চিমে বঙ্গোপসাগর, সাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত বাহারচরা গ্রামে এম.এ করিম
৫জুলাই ১৯৯৩ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

তিনি ২০০৯ সালে বাণিজ্য বিভাগ থেকে বি.আর.হাই স্কুল হতে এস.এস.সি এবং ২০১১ সালে বাণিজ্য বিভাগ থেকে পশ্চিম বাঁশখালী উপককূলীয় ডিগ্রী কলেজ
হতে এইচ.এস.সি পাশ করেন। পরবর্তী চট্টগ্রাম সরকারি কলেজ থেকে অর্থনীতির উপর অনার্স, মাস্টার্স সম্পন্ন করেন তিনি।

"শ্বেত বসনের আঁচল" নিয়ে কবি এম.এ.করিম বলেন- 'আমার এ বইয়ে ৫৪টি কবিতা স্থান পেয়েছে। তৎমধ্যে প্রায় ৫০টি কবিতায় সমাজের অসংগতি, অনিয়ম, দুর্নীতি, নারীর অধিকার, প্রবাসীর গল্প, রোমান্টিকতাকে পুঁজি করে জীবনমুখী, খুবই বাস্তবিক, ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিণতির চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। এমনকি একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে সরকারী সর্বোচ্চ আমলাদের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আমার লেখায়। একজন নারীর অন্ধ ভালোবাসার করুণ পরিণতি তুলে ধরতে গিয়ে বইটির "শ্বেত বসনের আঁচল" নামকরণ করেছি। আশা রাখি বইটি পাঠক সমাজ সাদরে গ্রহণ করলে আমার সাধনা সার্থক হবে এবং অনুপ্রাণিত হব।

লেখকের বইটি একুশে গ্রন্থমেলা-২০১৯ ঢাকার পায়রা প্রকাশনীর ৩৩৭নং স্টলে, চট্টগ্রামের পায়রা প্রকাশনীর ৭০নং স্টলে, সিলেট পায়রা প্রকাশনীর ১১নং স্টলসহ বিভিন্ন লাইব্রেরীতে বইটি পাওয়া যাচ্ছে।


⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top