
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার ডিবি পুলিশের চৌকষ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জেলার অস্ত্র উদ্ধারকারীর শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন।
রবিবার সকালে জেলা পুলিশ লাইন সম্মেলন কক্ষে পুলিশের ফেব্রুয়ারি-২০১৯ মাসিক কল্যাণ সভায় তাকে এ সম্মাননা তুলে দেন সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী (বিপিএম) চেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এসআই নাজমুল হকের হাতে সম্মাননা তুলেদেন। ওই সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি), শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী, শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
জেলা পুলিশের এই কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফুলচান আহম্মেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) রেজা সরোয়ার, সহকারী পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) আব্দুল রউফসহ বিভিন্ সার্কের অফিসার, জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ডিবি এসআই নাজমুল হক পুলিশ সুপারসহ সহকর্মীদের কৃতজ্ঞতা জানান এবং অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।