রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় নবির উদ্দিন নামে এক দলিল লেখকের (মহরার) খড়ের গাদায় অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী কামার পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাদুলী কামারপাড়া গ্রামের দলিল লেখক নবির উদ্দিনের বাহির বাড়িতে একটি খড়ের গাদা ছিল। শনিবার রাতে কে বা কারা ওই খড়ের গাদায় অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করেছে।
ধুনট ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ শামীম রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডের কারন খতিয়ে দেখা হচ্ছে। তবে অগ্নিকান্ডে গৃহকর্তার প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
⇘সংবাদদাতা: রফিকুল আলম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।