
সেবা ডেস্ক: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির বালিগাঁও বাজারের মামা-ভাগিনা মার্কেটের এমএস মায়ের দোয়া ফার্মেসি থেকে ৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, লৌহজংয়ের পূর্ব বুরদিয়ার সলিম হাওলাদার ছেলে মো. মজিবুর হাওলাদার, একই উপজেলার ঘোরাকান্দার আনোয়ার শেখের ছেলে আল আমিন ও টঙ্গীবাড়ির পূর্ব বালিগাঁওয়ের আবু তাহের ব্যাপারীর ছেলে মো. স্বপন ব্যাপারী।
র্যাব-১১ সিপিসি-১ এর কমান্ডার এসপি মো. এনায়েত হোসেন মান্নান বলেন, তাদের কাছ থেকে ইংরেজি ১ম ও ২য় পত্রের প্রশ্ন ও উত্তরপত্রসহ তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
আসামিদের জিজ্ঞাসা বাদে জানা যায়, মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে প্রশ্নপত্র ফাঁসে জড়িত একাধিক গ্রুপের সঙ্গে যোগাযোগ করে তারা বিকাশে টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে শিক্ষার্থীদের কাছে ৩০০/৫০০ টাকায় বিক্রি করে।
প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্যদের বিরুদ্ধে টঙ্গীবাড়ি থানায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধনীয়) আইন এ মামলা রুজু করা হয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।