
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী (৫০) নিহত হয়েছেন। সোমবার সকাল পৌণে ৮টায় গাবতলী উপজেলার সোন্দাবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রেলওয়ে পুলিশ, নিহত ওই নারীর নাম ও পরিচয় জানাতে পারেনি। ময়না তদন্তের জন্য তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর কায়কোবাদ জানান, গাইবান্ধার বোনারপাড়া থেকে বগুড়ার সান্তাহারগামী কলেজ ট্রেন সাড়ে ৮টার কিছু পরে গাবতলী স্টেশন ত্যাগ করে। ট্রেনটি সোন্দাবাড়ি রেলক্রসিংয়ে পশ্চিমে ব্রীজের কাছাকাছি পৌঁছার পর ওই নারী ট্রেনে কাটা পড়ে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ওই নারীর নাম ঠিকানা এখন পর্যন্তপাওয়া যায়নি।
ঘটনাটি আত্মহত্যা নাকি দূর্ঘটনা-এমন প্রশ্নের জবাবে সাব ইন্সপেক্টর কায়কোবাদ বলেন, ‘এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।