
ধুনট প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় সরকারের ১০টি বিশেষ উদ্যোগের ব্রান্ডিং, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা সমূহের অর্জন (এসডিসি), সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধ, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে বগুড়া জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বেড়েরবাড়ি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা মজিবর রহমান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা সহকারী তথ্য কর্মকর্তা মীর মোঃ আব্দুর রহিম, এ্যালাউনসার জুলফিকার মোঃ আব্দুর রউফ, বেড়েরবাড়ি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক, নূরজাহান বেগম, নূর ফাওজিয়া নাইস ও দীপা রানী রায়।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জেলা তথ্য অফিসের শিল্পী আব্দুর রাজ্জাক, জগদিশ চন্দ্র দাস, রুলি বেগম, শহীদুল ইসলাম ও পরিতোষ কুমার প্রমুখ।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ হলো, একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিযোগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।