জামালপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ১৪

S M Ashraful Azom
0
জামালপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ১৪

জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরে সড়ক দুর্ঘনায় ড্রাইভার নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশু-নারীসহ ১৪ জন। এদের মধ্যে ২জন নারী ১ জন শিশু।

৪ মার্চ রাত সাড়ে ৯টার দিকে জেলার মেলান্দহ-মাদারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গুনারীতলা বাজারস্থ ঝাড়কাটা ব্রিজে ঘটনাটি ঘটে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন-পলিশা হাই স্কুলের ছাত্ররা মাইক্রোবাস যোগে শেরপুর জেলার গজনী অবকাশে ভ্রমন থেকে ফেরার পথে গুনারীতলা ঝাড়কাটা ব্রিজের উপরে পৌঁছলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ড্রাইভার রুহুল আমিন (৪৫) মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়রা বাকি যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধারকাজে অংশগ্রহণকারিরা জানিয়েছেন-গাড়ির ড্রাইভার সিটের বেল্ট পরিহিত থাকায় পানির নিচে আটকে পড়লে মর্মান্তিক মৃত্যু ঘটলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়দের অভিযোগ এই সংকীর্ণ-জরাজীর্ণ ও উইং ওয়াল বিহীন অরক্ষিত ব্রিজে প্রায় দুর্ঘটনা ঘটে। গত ৯ মাসে ৪ জনের মৃত্যু হয়েছে। ব্রিজটি প্রশস্ত এবং ঝুঁকিমুক্ত করা দরকার।


⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top