
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে ব্রিজের রেলিং ভেঙ্গে মিনি ট্রাক খাদে পড়ে চালক নিহত এবং ৩ জন আহত হয়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর এলাকায় একটি মিনি ট্রাক ব্রিজের রেলিং ভেঙ্গে নিচে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক মোবারক আলী ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরো ৩ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নিহত মোবারকের মরদেহ উদ্ধার করে ইসলামপুর থানায় হস্থান্তর করে। নিহত মোবারক শেরপুর জেলার সদর উপজেলার বলারদিয়া গ্রামের কবির আলীর পুত্র।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।