
জেলা প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে দু’দিনব্যাপী শিক্ষা মেলা বৃহস্পতিবার শেষ হয়েছে। শিক্ষা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। জেলা শহরের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আব্দুল মতিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলী, পিটিআই সুপার সামছি আরা বেগম প্রমুখ। মেলায় সাত উপজেলা থেকে ৭টি শিক্ষা উপকরণের স্টল স্থান পায়। এছাড়া মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
⇘সংবাদদাতা: জেলা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।