শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির আদেশ ক্রমে মন্ত্রী পরিষদ সচিব এর (গেজেট প্রকাশিত) প্রজ্ঞাপন পত্রে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাকে চরাঞ্চলীয় উপজেলা ঘোষনা করেছেন বাংলাদেশ গেজেট, অতিরিক্ত।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত ১৯ফেব্রুয়ারী (মঙ্গলবার) ২০১৯ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৮ফেব্রুয়ারী ২০১৯ জারীকৃত স্বারক নং ০৪.০০.০০০০.৫১২.৩৫.০১১.১৭.৭৬ গেজেট পৃষ্ঠা নম্বর ১০৭৫১, প্রজ্ঞাপন এর বাংলাদেশ সরকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ও অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করে বিভিন্ন জেলার ১৬টি উপজেলাকে হাওড়,দ্বীপ,চর উপজেলা হিসেবে ঘোষনা করেছেন। এর মধ্যে কুড়িগ্রাম জেলা রৌমারী ও চর রাজিবপুর উপজেলা চরাঞ্চলীয় হিসেবে বাংলাদেশ সরকার রাষ্ট্রপতির আদেশ ক্রমে মোহাম্মদ শফিউল আলম মন্ত্রিপরিষদ সচিব এর মাধ্যমে ঘোষনা পত্র দেওয়া হয়। ১৬টি উপজেলাকে হাওড়,দ্বীপ,চর ঘোষনা অঞ্চলে অন্যান্য জেলা উপজেলার চেয়ে চাকুরী জীবিদের বেতন ভাতা ২০% বেশী এবং অন্যান্য সরকারী সুযোগ সুবিধাগুলো বেশী হবে বলে উল্লেখ্য করা হয়েছে।
⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।