
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা থেকে ২৫০ পিস ইয়াবা সহ ১ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ।
গতকাল ৪ মার্চ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ সাজ্জাদ হোসেনে এর নেতৃত্বে গোপালপুর উপজেলার উড়িয়া বাড়ী এলাকার লিয়াকত হোসনের মুদির দোকানের দক্ষিন পাশে ২৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফাতার কৃত সুজন মিঞা গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ভালবাড়ি গ্রামের বাদল মিঞার ছেলে।
এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা শাখা (উত্তর), ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, গ্রেফতার কৃত সুজন মিঞা দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে তাকে ২৫০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে(২০১৮) মামলা করা হয়েছে। মঙ্গল বার সকালে তাকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট কোটে চালান করা হয়েছে।
⇘সংবাদদাতা: গোপালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।