
টাঙ্গাইল প্রতিনিধি : সবাই মিলে ভাবো,নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো প্রতিপাদ্য নিয়ে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ মার্চ বুধবার সকাল ১১টায় টাঙ্গাইল জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে টাঙ্গাইল প্রেস ক্লাব এর সম্মুখে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. শহীদুল ইসলাম, জেলা প্রশাসক, টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সঞ্জিত কুমার রায়, পিপিএম, পুলিশ সুপার, টাঙ্গাইল।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আগামী ৮মার্চ শুক্রবার থেকে ৯মার্চ শনিবার পর্যন্ত টাঙ্গাইলের শহিদ স্মৃতি পৌর উদ্যান এ নারী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।