
নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে মোকছেদ আলী শেখ ওরফে কাইল্যা (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক গোলাম ফারুক মঙ্গলবার বিকেলে ওই আদেশ দেন। বিচারক তাঁর রায়ে একই সঙ্গে দন্ডিত কাইল্যার ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌসুলি (এপিপি) অ্যাডভোকেট বিনয় কুমার দাস বিশু জানান, বগুড়ার সোনাতলা উপজেলার আগুনিয়াতাইড় গ্রামের মৃত ঘুটু শেখের ছেলে গোলাম ফারুক কাইল্যা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এক সময় তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য প্রায়ই তার স্ত্রী রওশন আরাকে মারধর করতেন। ২০০৭ সালের ২৮ জুলাই রাতে আবারও তার স্ত্রীর কাছে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় কাইল্যা তার স্ত্রী রওশন আরাকে জবাই করে হত্যা করেন।
ঘটনার পরদিন নিহত রওশন আরার মেয়ে রঞ্জনা খাতুন বাদী হয়ে তার বাবাকে আসামী করে সোনাতলা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার হয়ে গোলাম ফারুক কাইল্যা স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। প্রায় এক মাস তদন্ত শেষে পুলিশ ২০০৭ সালের ৩০ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলাটি দীর্ঘদিন উভয় পক্ষের শুনানি শেষে বিচারক এই দন্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় আসামী গোলাম ফারুক কাইল্যা আদালতে হাজির ছিলেন বলেও জানান সরকারি কৌসুলি।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি পদ্ম কুমার দেব ও এপিপি বিনয় কুমার দাশ বিষু এবং আসামি পক্ষের অ্যাডভোকেট এটিএম জিল¬ুল হক মামলা পরিচালনা করেন।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।