
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঔষধের দোকান, রোস্তোরা ও বেকারীতে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা জানান, ধনবাড়ী মেইন রোডে মনোলোভা সুইটস এন্ড রেস্তোরাকে পঁচা-বাসী খাবার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১০ হাজার টাকা, ধনবাড়ী নিজবর্ণি জনতা বেকারীকে ১৫ হাজার টাকা এবং দেওয়ান মেডিক্যাল হলে বিভিন্ন ঔষধ কোম্পানীর বিপুল পরিমাণ মেয়াদাত্তীর্ণ ঔষধ পাওয়ায় ৫১ ধারায় ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন ২ এপিবিএন মুক্তাগাছার পুলিশ পরিদর্শক (নিঃ) খন্দকার বাবুল আখতার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলপনা রাণী বর্ধন ও অফিস সহকারী আলমঙ্গীর হোসেন।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।