
গাইবান্ধা প্রতিনিধি: তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবীতে আজ ২০ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত বগুড়া থেকে তিস্তা ব্যারেজ পর্যন্ত রোডমার্চের অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে আজ বুধবার বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্যোগে রোডমার্চ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পলাশবাড়ি শহরের চৌমাথা মোড়ে রোডমার্চ চলাকালে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, বাসদ বগুড়া জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, বাসদ বগুড়া জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, পলাশবাড়ী উপজেলা সমন্বয়ক আলিউল ইসলাম বাদল ও সিপিবি পলাশবাড়ি উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্যাহ্ আদিল নান্নু প্রমুখ।
সমাবেশ থেকে ভারতের পানি আগ্রাসন ও উত্তরবঙ্গ শুকিয়ে মারার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।