
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়া জেলা পরিষদের অর্থায়নে ধুনট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধুনট বাজার এজাদ্দার অফিসের দ্বিতীয় তলায় শিক্ষার্থী ও ক্লাবের কর্মকর্তাদের মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি কাউন্সিলর সোলাইমান আলীর সভাপতিত্বে উক্ত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ধুনট শের-এ-বাংলা ক্লাবের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম, পৌর ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক চপল মাহমুদ ও ধুনট স্টুডেন্ট ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
⇘সংবাদদাতা: রফিকুল আলম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।