
জহুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজার ও পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন জিঞ্জিরাম নদীতে বেড়িবাঁধের নিকট ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।
ফলে, বেড়িবাঁধের ব্লক দেবে যাচ্ছে নদী গর্ভে। নষ্ট হচ্ছে শত শত একর ফসলি জমি। হুমকির মুখে সানন্দবাড়ী বাজার রক্ষা বেডিবাঁধ। বেড়িবাঁধের পাশেই পুলিশ তদন্ত কেন্দ্র,স্কুল কলেজ,মাদ্রাসা, মসজিদ, ইউনিয়ন পরিষদ আরো অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে।
ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কথা জিজ্ঞাসা করলে বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রশাসনের নাম ভাঙিয়ে অবাধে চালিয়ে যাচ্ছেন।
প্রায় দেড় কিলোমিটার আয়তনের বাজারটি অবহেলা ও হুমকির মুখে। বাজারটি থেকে প্রায় ১ কোটি টাকা রাজস্ব আয় হয়।
প্রায় দেড় কিলোমিটার আয়তনের বাজারটি অবহেলা ও হুমকির মুখে। বাজারটি থেকে প্রায় ১ কোটি টাকা রাজস্ব আয় হয়।
স্থানীয় ছাত্রনেতা সামিউল হক সুমন বলেন, নদী পারাপারের ঘাট ভেঙ্গে ফেলছে এতে প্রায় ৬০ হাজার লোকের দুর্ভোগ পোহাতে হবে। স্কুল কলেজের ছাত্র ছাত্রীর কথা নাই বললাম। রাশেদ আকন্দ বলেন, বেড়িবাঁধ ভেঙ্গে গেলে সামনে বন্যার কারণে বাজার ক্ষতিগ্রস্থ হবে।
অন্যান্য ছাত্র নেতারা বলেন, ড্রেজারে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ঐতিহ্যবাহী বাজার রক্ষা করতে এলাকার সবাইকে নিয়ে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন। তারা বলেন, বাজার না বাঁচলে এলাকাবাসী বাঁচবে কিভাবে ? স্থানীয়রা দ্রুত প্রশাসনের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।