স্বপ্নকুঁড়ির উদ্যোগে বাঁশখালীতে প্রথমবারের মতো বইমেলা শুরু ১৬, ১৭ মার্চ

S M Ashraful Azom
0
স্বপ্নকুঁড়ির উদ্যোগে বাঁশখালীতে প্রথমবারের মতো বইমেলা শুরু ১৬, ১৭ মার্চ
শিব্বির আহমদ রানা, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী পশ্চিম গন্ডামারা রহমানিয়া ফাজিল মাদরাসার শততম বার্ষিক সভা উপলক্ষ্যে মহান স্বাধীনতার চেতনায় একটি ছোট্ট বই মেলার আসর বসাচ্ছে গন্ডামারা-বড়ঘোনার স্বপ্নীল সামাজিক সংগঠন স্বপ্নকুঁড়ি। মেলায় বাঁশখলীর বিভিন্ন তরুণ লেখকদের বই সহ সম্প্রতি অমর একুশে বই মেলায় প্রকাশিত হওয়া প্রায় শখানেক বইয়ের সমাহার থাকবে।

তা ছাড়াও জনপ্রিয় উপন্যাস, কাব্য ও গল্পগ্রন্থ, শিশুতষ সাহিত্য, সায়েন্সফিকশনস সহ সব বয়সের পাঠকদের চাহিদা মেটানোর মত বিপুল বইয়ের সমাবেশ ঘটানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বপ্নকুঁড়ির চেয়ারম্যান। বাঁশখালীর উপকূলীয় অঞ্চলের ২ দিন ব্যাপী এই মেলা শতবছরের ঐতিহ্য হলেও বইমেলা করার মত চিন্তা বাঁশখালীতে এবারই প্রথম। আগামী ১৬ ও ১৭ মার্চ ২দিন ব্যাপী (শনি ও রবিবার) এই বইমেলা চলবে।

এ বিষয়ে জানতে চাইলে স্বপ্নকুঁড়ির চেয়ারম্যান মুহাম্মদ ইমরান কবির জানান, " বই মানুষের চিন্তার দুয়ারকে খুলে দেয়। নিজেকে জানার পাশাপাশি পৃথিবীকে জানতে হলে বই পড়ার কোন বিকল্প নেই। চট্টগ্রামে একটি বই মেলা হওয়াতে শহরের অধিবাসিরা নতুন নতুন বইয়ের খোঁজ পান, বই পড়ে নিজেদের বিকশিত করার সুযোগ পান। অথচ গ্রামের মানুষজন প্রচন্ড বই বিমুখ। শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের মোড়কেই বন্দি করে রাখে নিজেদের জানার পরিধিকে। তাই এবার আমরা উদ্যোগ নিয়েছি ছোট্ট একটি বই মেলার। বই সম্পর্কে মানুষকে সচেতন করতে, বেশী বেশী বই পড়তে গ্রামের তরুণ সমাজকে উউজ্জীবিত করতেই মূলত আমাদের এই আয়োজন।"

স্বপ্নকুঁড়ির চেয়ারম্যান বাঁশখালীস্থ গুনী লেখক-লেখিকা, কবি-সাহিত্যিক, সাংবাদিকসহ সকল পেশাজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top