
জহুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: জামালপুরের সানন্দবাড়ী দক্ষিণ বাসস্ট্যান্ডে গ্রাম বাংলার ঐহিত্যবাহী খেলা ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মার্চ) বিকেলে উক্ত ঘোড় দৌড় প্রতিযোগিতায় আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা অনন্ত ৬০ জন প্রতিযোগি অংশ নেয়।
দৃষ্টি নন্দন এই ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে দুপুর থেকে শিশু-কিশোর আর আবাল-বৃদ্ধবনিতা জড়ো হতে থাকে ফাঁকা মাঠে। বিকেল গড়তেই ফাঁকা মাঠ পূর্ণ হয় কানায় কানায়। দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সের হাজার হাজার দর্শনার্থী ছাড়াও নারী দর্শনার্থীর উপস্থিতি ছিলো চোঁখে পড়ার মতো। মাঠ জুড়ে ছিলো শুধুই হই-হুল্লোর। ঘোড়ার দৌড়ের সাথে সাথে দর্শকদের করতালির মাধ্যমে এমন আয়োজন উপভোগ করতে পেরে আনন্দিত সকলেই।
জামালপুর শহর থেকে ঘোড় দৌড় দেখতে আসা সাইফুল ইসলাম বলেন, ‘ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবই ভালো লাগছে। এমন আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে আবেগ আপ্লুত হয়েছি। এ আয়োজন যেন মহামিলন মেলায় পরিণত হয়েছে’।
সানন্দবাড়ী গ্রামের শিক্ষার্থী হুসনেয়ারা বলেন, ‘জীবনের প্রথম নিজ গ্রামে ঘোড় দৌড় দেখতে পেরে আনন্দিত। এমন আয়োজন প্রতিবছর হলে ভালো হয়’।
ঘোড় দৌড় দেখে শুধু দর্শকই নয়, প্রতিযোগিতায় অংশ নিয়েও খুশি ঘোড়া মালিকরা। নজরুল নামে এক ঘোড়া মালিক বলেন, দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন এলাকায় ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। অনেক প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছেন। শারীরিক অবস্থা যতদিন ভালো থাকবে ততদিন তিনি ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নিবেন’।
চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ বলেন, ‘গ্রামীণ ঐহিত্য টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করতে আগামীতেও আরো বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে’।
ঘোড় দৌড় প্রতিযোগিতা আয়োজনকারী ও দাতাগণ বলেন, গ্রামীণ ঐহিত্যবাহী টিকিয়ে রাখতে এমন আয়োজন করি। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান’।
উক্ত ঘোড় দৌড় প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবর্ণনা দিয়েছেন 'বাংলাদেশ লোকাল স্পোর্টস কমেন্টেটর্স এসোসিয়েশান (BLSCA)' এর সদস্য সম্মানিত ধারাভাষ্যকার আব্দুস সালাম পিন্টু।
প্রতিযোগিতায় অংশ নেয়া ৬০ জন প্রতিযোগির মধ্যে চুড়ান্তভাবে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন নুরুল হাদি ও দ্বিতীয় স্থান লাভ করেন আজিবার রহমান। বিজয়ীদেরকে প্রথম পুরুস্কার হিসেবে খাসি ছাগল তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
ঘোড় দৌড় প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ২ নং চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পুরষ্কার দাতা ছিলেন তরুণ সমাজসেবক জনাব রফিকুজ্জামান দুরন্ত, জনাব মামুন মণ্ডল ও আমল মণ্ডল।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।