
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় কৃষকের গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েলের আগুনে পুড়ে ২টি গরু ও ৬টি ভেড়ার মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অলোয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম একজন প্রান্তিক কৃষক। সে জমি চাষাবাদের পাশাপাশি গবাদিপশু পালন করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে। অন্যান্য দিনের ন্যায় শুক্রবার দিবাগত রাতে গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে রাখে।
এ অবস্থায় ভোর বেলায় কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডে গোয়াল ঘর ভষ্মিভূত এবং ২টি গরু ও ৬টি ভেড়ার মৃত্যু হয়েছে। এতে ওই কৃষকের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন ইনচার্জ শামীম রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয় জনগন আগুন নিয়ন্ত্রন করেছে। তবে অগ্নিকান্ডে ২টি গরু ও ৬টি ভেড়ার মৃত্যু হয়েছে।
⇘সংবাদদাতা: রফিকুল আলম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।