
দেওয়ানগঞ্জ প্রতিনিধি: আজ ১৬ মার্চ শনিবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাংসদ এবং পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব আবুল কালাম আজাদ।
ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি অফিসের নতুন ভবনের জন্য কর্মকর্তাদের অনেক দিনের চাওয়া ছিল। আজ মাননীয় সাংসদ আবুল কালাম আজাদের ভিত্তিপ্রস্থর স্থাপনের মধ্যে দিয়ে সেটি পুরন হতে যাচ্ছে। ভবনটি শেষ হলে অফিসের আর জায়গা সংকট হবে না। কৃষি অফিসের সেবার মান আগের থেকে অনেক গুন বেড়ে যাবে। এজন্য মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইস্তিয়াক হোসেন দিদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব মোহাম্মদ গোলাম মোস্তফাসহ বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ।
⇘সংবাদদাতা: দেওয়ানগঞ্জ প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।