
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট পৌরসভায় বগুড়া মিশন হাসপাতালের পরিচালনায় শুরু হয়েছে তিন দিনের চক্ষু অপারেশন ক্যাম্প। চোখে ছানি পড়া রোগীদের জন্য ক্যাম্পটি চলবে বুধবার (১৪ মার্চ) দুপুর ১টা পর্যন্ত। মঙ্গলবার সকালের দিকে ধুনট পৌরসভা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পটির উদ্বোধন করেন ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ।
এসময় ক্যাম্পে উপস্থিত রোগীদের উদ্যেশে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, পৌর কাউন্সিলর রনজু মল্লিক ও ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা প্রমুখ। চক্ষু শিবিরে প্রতিটি রোগীর জন্য ভর্তি ফি ধরা হয় ২০টাকা।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।