
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ালো টিম ক্রাকড ফাউ-েশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ওই মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর পাশাপাশি তাঁদের আয়বর্ধক কর্মসূচির আওতায় নিয়ে কাজ শুরু করলো সংগঠনটি। শুক্রবার সকালে বগুড়া পৌর মিলনায়তনে তাঁদের সম্মাননা জানানো হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা শামসুল অলম, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. সামির হোসেন মিশু, সংস্কৃতজন সাদেকুর রহমান সুজন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, সমাজকর্মি শিশির মোস্তাফিজ, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজা খান, টিম ক্রাকড ফাউন্ডেশনের পক্ষে ডা. রোকনুজ্জামান সোহাগ ও আহসানুল কবির ডালিম।
মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ১৭ মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানানো হয়। পরে টিম ক্রাকড ফাউন্ডেশন থেকে জানানো হয়, তাদের আর্থিক দিক বিবেচনা করে গাভী কিনে দেওয়া ছাড়াও চিকিৎসা সহায়তা ও ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকাভূক্ত ওই ১৭ জন তাদের সুবিধাজনক সময় বললে ফাউ-শনের সদস্যরা গিয়ে তাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা সামগ্রী পৌঁছে দিয়ে আসবে।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের এতগুলো বছর পরেও আমাদের এই বীরযোদ্ধারা অবহেলায় থাকবে এটা সত্যিকার অর্থে হতাশার ও লজ্জার। সমাজের প্রতিটি স্তরের মানুষ যদি তাদের পাশে দাঁড়াতো তাহলে এই অবস্থা তৈরি হতো না। তাঁরা প্রতিটি এলাকায় অসহায় ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আয় বর্ধক কর্মসূচির আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন।
এই ফাউ-েশন বগুড়াসহ উত্তরাঞ্চলে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহ, তথ্যচিত্র নির্মাণ, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদানসহ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা ও শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কাজ করেছে দীর্ঘদিন ধরেই।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।