
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: ‘এখনই সময় অঙ্গিকার করার, যক্ষামূক্ত বাংলাদেশ গড়ার’ এই প্রতিপাদ্যের উপর ২৪ মার্চ ২০১৯ রবিবার সকাল ৯টার দিকে জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচী, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় আয়োজনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ ও আরডিআরএস বাংলাদেশ এর সহযোগীতায় স্বাস্থ্যকমপ্লেক্্র চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলার স্বাস্থ্য কমপ্লে´ের হল রুমে (ভারঃ) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সুর্যের হাসি ক্লিনিক ম্যানেজার নজরুল ইসলাম, আরডিআরএস টিভি প্রোগ্রাম ম্যানেজার লতাপাল, টিএলসিএ ফয়জার রহমান, ল্যাবটেকনিসিয়ান শামীমা আক্তার, সাংবাদিক মতিয়ার রহমান চিশতী, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আরডিআরএস বাংলাদেশ এর কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বলেন, পুন্য মেয়াদের চিকিৎসায় যক্ষা সম্পন্ন ভালো হয়, যক্ষা সম্পর্কে সচেতন হোন, যক্ষা প্রতিরোধে এগিয়ে আসুন। যক্ষা একটি জীবানু ঘটিত সংক্রামক রোগ যা মাইকোব্যাকটিরিয়াম টিউবারকিউলোসিস নামক জীবানু দিয়ে হয়। যক্ষা কোন বংশগত রোগ নয়, ইহা প্রধানত ফুসফুসকে আক্রান্ত করে। ফুসফুস ছাড়াও গ্রন্থী, হাড়, খাদ্যনালী, কিডনী, প্রজনন তন্ত্র, মস্তিস্ক ইত্যাদি অঙ্গ-প্রতঙ্গে যক্ষা হতে পারে।
শতকরা প্রায় ৮০ ভাগ রোগী ফুসফুসের যক্ষায় আক্রান্ত হয়ে থাকে। ইহা ছড়ায় বাতাসের মাধ্যমে। আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে বাতাসে মিশে সুস্থ ব্যাক্তির দেহে ঢুকে সংক্রমিত হয়ে থাকে। সঠিক চিকিৎসা না নিলে তার পরিবারসহ আশপাশের লোকদের উপর রোগ ছড়াতে পারে। যক্ষার লক্ষণ, বুকে ব্যথা, শ্বাস কষ্ট, কফের সাথে রক্ত বাহির হওয়া, এক নাগারে তিন সপ্তাহ বা তার অধিক, সন্ধায় বা রাতে জ্বর আসে। খাবারে অরুচি, শরীর শুকিয়ে ওজন কমে গেলে।
এতে প্রতিরোধ করতে হলে জন্মের পরে বিসিসি টিকা দেয়া, হাঁচি কাশিতে রুমাল ব্যবহার করা। কফ থুথু নির্দিষ্ট জায়গায় ফেলে পুতে রাখা। বর্তমান সরকার এই যক্ষা রোগিকে সহজে চিকিৎসা দেয়ার জন্য প্রতিটি ইউনিয়নে আরডিআরএস বাংলাদেশকে স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় চিকিৎসা দেয়ার সু-ব্যবস্থা করেছে। কেহ যক্ষার লক্ষন বুঝতে কিংবা কোন সমস্যা দেখা দিলে নিকটস্থ সেবা দানকারীদের কাছে গিয়ে পরামর্শ নিন এবং মসজিদের মুসল্লিদেরকে ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করবেন যাতে এলাকায় কোন যক্ষা রোগি থাকলে তারাতারি হাসপাতালে যোগাযোগ করে সঠিক চিকিৎসা নিতে পারবে।
⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।