
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার সারিয়াকান্দিতে র্যাবের অভিযানে এক ডাকাত গ্রেফতার হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ওয়ান শুটারগান, কাটা রাইফেল, গুলি, চাপাতি ও হাসুয়া।
গ্রেফতারকৃত জামাল শেখ ওরফে ডাকাত জামাল (৪৮) সারিয়াকান্দি উপজেলার শিমুলতাইড় গুচ্ছগ্রামের শাহজাহান ওরফে কালুর ছেলে। সারিয়াকান্দি থানায় তার বিরুদ্ধে মামরা দায়ের করেছে র্যাব।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ত্রসহ একাধিক মামলার আসামী জামাল সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর চরাঞ্চলসহ বিভিন্ন থানা এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, নারী নির্যাতন এবং অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। বিষয়টি জানার পর গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করতে অভিযান চালায় র্যাব।
শিমুলতাইড় গুচ্ছগ্রামের এক টিনশেড ঘর থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তার হেফাজতে থাকা অস্ত্রের তথ্যদেয়। সেই তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে একটি ওয়ান শুটার পাইপগান, একটি কাটা রাইফেল, ৫ রাউ- গুলি, একটি চাপাতি ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়। পরে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করলে থানা পুলিশ অস্ত্র আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।