
সেবা ডেস্ক: একই সঙ্গে সাত সন্তানের জন্ম দিয়েছেন লক্ষ্মীপুর সদরের নাজমা আক্তার। শুক্রবার রাতে জেলা শহরের সিটি হাসপাতালে স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম হয় চার ছেলে ও তিন মেয়ের। নাজমা আক্তার উপজেলার লাহারকান্দির প্রবাসী মো. রাজুর স্ত্রী।
সিটি হাসপাতালের ম্যানেজার ওমর ফারুক জানান, রাত ৯টা ৪৫ মিনিটে সাত সন্তানের জন্ম দেন নাজমা আক্তার। জন্মের কিছুক্ষণ পরই পাঁচ শিশু মারা যায়। জীবিত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সিটি হাসপাতালের চিকিৎসক ডা. মো. আবদুল্লাহ নওশের বলেন, নিদিষ্ট সময়ের আগেই সাত শিশুর জন্ম হয়েছে। জন্মের পর থেকেই ওদের অবস্থা আশঙ্কাজনক ছিল।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।