
সেবা ডেস্ক: গতকাল বুধবার সন্ধ্যায় ব্যাংককের সেন্ট্রাল ওয়ার্ল্ড হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে তিন নিহত হয়েছেন আর আহত হয়েছেন সাত জন।
ব্যাংককের গভর্নর অশ্বিন কুয়াং-মুয়াং এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সিঙ্গাপুরভিত্তিক গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, হোটেলটির নবম তলায় নথিপত্র সংরক্ষণ করে রাখার একটি রুম থেকে প্রথম ধোঁয়া উঠতে দেখা যায়। এরপরই সবাই দৌড়াদৌড়ি শুরু করে।
স্থানীয় সময় ৫টা ৪৯ মিনিটে পাথুম ওয়ান পুলিশ স্টেশনে খবর পাঠানো হয়। কিন্তু অতিরিক্ত জ্যামের কারণে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী এবং পানিভর্তি ট্রাক ওই স্থানে পৌঁছাতে পারেনি।
ওই হোটেলটির আশেপাশে সবসময়ই অনেক ভিড় থাকে। আগুন লাগার ঘটনা সম্পর্কে পাথুম ওয়ান ডিসট্রিক্টের পরিচালক পিনিত আরায়াসিলাপাথর্ন বলেন, ৫৬ তলার ওই হোটেলটির নবম তলায় আগুন লাগে।
তিনি আরো বলেন, আগুন দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার পরই একজন স্টাফ ভয়ে ওপর থেকে লাফ দেয় এবং মারা যায়। এছাড়া আহত আরও দুজনকে হাসপাতালের নেয়ার পর মৃত ঘোষণা করা হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।