
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমীনের রচনায় স্মৃতির অ্যালবাম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন, গুণীজন সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হরিণা বাগবাটি অনার্স ডিগ্রী কলেজের অধ্যক্ষ বদিয়র রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান হারুন-অর- রশীদ সেলিম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা রহমতুল্লাহ খাঁন, কলামিষ্ট ও সাংবাদিক রেজাউল হক মিন্টু, আমেনা মুনসুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের সচিব আল ইমরান মুকুল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাসান ও পুরস্কার বিষয়ক সম্পাদক গোলাম ফারুক প্রমুখ।
আলোচনা শেষে দক্ষ প্রতিষ্ঠান প্রধান ৮জন, সমাজ সেবায়, কবিতা ও প্রবন্ধে ১জন করে গুণীজন সংবর্ধনা এবং বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে লেখক রুহুল আমীনের রচনায় স্মৃতির অ্যালবাম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।