
গাইবান্ধা জেলা প্রতিনিধি: ভুমি সেবা সপ্তাহ ও ভুমি উন্নয়ন কর মেলা উপলক্ষে গতকাল বুধবার গাইবান্ধায় একটি বর্ণাঢ্য র্যালী বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
মেলায় র্যালি পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, জেলা আওয়ামী লীগ সাধারন স¤পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ। র্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন।
মেলায় রাজস্ব সংশি¬¬ষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ১২টি স্টল স্থাপন করা হয়। ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা এবং অন্যান্য বিষয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মেলায় জলমহল, ভূমি ব্যবস্থাপনা এবং রাজস্ব বিভাগীয় বিভিন্ন তথ্য উপস্থাপন করা হবে।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।