
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভায় অবৈধভাবে ভটভটি, পিকআপ, ইজিবাইক, ব্যাটারিচালিত অটোরিকশায় টোল আদায় বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জাকির হোসেন।
গত ২৮ এপ্রিল অবৈধ টোল আদায় বন্ধ করতে নির্দেশ দিয়ে পৌর মেয়র বেলাল হোসেনকে চিঠি দেন তিনি। চিঠিতে উল্লেখ করেন পৌরসভা এলাকায় ভটভটি, পিকআপ, ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে প্রতিদিন প্রতিটি যানবাহন থেকে টোল আদায় করা হয়।
টোল আদায় বন্ধের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ১৬ এপ্রিল ইউএনও কাছে বরাবরে স্মারকলিপি দেন।
ইউএনও এস এম জাকির হোসেন বলেন, টোল আদায় বন্ধের আবেদন পর্যালোচনা করে টোল আদায়ের সমর্থনে পৌর কর্তৃপক্ষ কোনো অনুমোদনের কাগজ দেখাতে পারেনি। তাই অবৈধ টোল বন্ধের জন্য চিঠি পাঠানো হয়েছে। উল্লেখ প্রতিদিন এই মহাসড়ক থেকে কমপক্ষে লক্ষাধ্কি টাকা টোল আদায় করা হয়।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।