
গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার বল¬মঝড় ইউনিয়নের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে রোববার দিনব্যাপী এক সমপ্রীতি মেলা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। বল¬মঝড় ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান মোঃ জাহেদুল ইসলাম ঝন্টুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, প্রধান শিক্ষক মো. শামছুল আলম, ব্র্যাকের জেলা সমন্বয়কারি অমল কুমার দাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির রংপুর অঞ্চলের ব্যবস্থাপক মাধবী সুত্রধর, জেলা ব্যবস্থাপক রূপা দাস, ইউপি সদস্য মমতা বেগম, চৈতন্যদেব নাথ, সুজিব কুমার সাহা, শ্রীরাম দাস, আমিনুল ইসলাম প্রমুুখ।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১০টি স¤প্রীতির স্টল স্থাপন করা হয়। এছাড়া মেলায় দিনব্যাপী বিভিন্ন গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় নাগরদোলা, চর্কিসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনের পাশাপাশি নানা খাদ্য দ্রব্যের দোকান বসানো হয়। স¤প্রীতি মেলায় ২৭ জন সুখী দম্পতি ও প্রতিষ্ঠান প্রধানকে সম্মাননা প্রদান করা হয়।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।