
রোকনুজ্জামান সবুজ, জামালপুর: ফেনী জেলার সোনাগাজী উপজেলার আলিম পরীক্ষার্থী ছাত্রী নুসরাত জাহান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নির্যাতকারী ও খুনীদের দৃষ্টান্ত মূলক বিচার দাবিতে মানববন্ধন করেছেন জামালপুরের ইসলামপুর ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীরা।
বৃহস্প্রতিবার দুপুরে পরীক্ষা শেষে মাদ্রাসা ক্যাম্পাসে মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামপুর ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ ইবনে দানেশ,সহকারী অধ্যাপক আব্দুর রহমান,আরবী প্রভাষক হেলাল উদ্দিন ও কাজলা আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাহবুব উল্লাহসহ আলিম পরীক্ষার্থীরা।
⇘সংবাদদাতা: রোকনুজ্জামান সবুজ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।