
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক বিচার দাবীতে শনিবার ধনবাড়ী বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী সংস্থা নিজেরা করি ও ধনবাড়ী উপজেলা ভূমিহীন সমিতি এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাকেন ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন।
উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি কছিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, নিজেরা করি‘র ঢাকা বিভাগীয় সংগঠক আফরোজা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লিনা, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মাহমুদা খাতুন, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, নিজেরা করি‘র মধুপুর অঞ্চল সমন্বয়ক আমজাদ হোসেন আকন্দ, উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি কাজী আওলাদুজ্জামান আদর, ভূমিহীন নেতা শামছুল হুদা, উপজেলা মানবাধিকার বাস্তাবায়ন সংস্থার সভাপতি আব্দুল্লাহ আবু এহসান, উপজেলা জাপার সভাপতি কবি জীবন মাহমুদ শক্তি, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকল প্রমূখ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।