
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতে ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ সরকারি কাজে সরকারি কর্মচারিকে বাধা প্রদান করায় উপজেলার চর নগরবাড়ী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে সম্রাট সাদ্দামকে (২২) দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও মাদক সেবন করায় মিরপুর মধ্যপাড়ার শহিদুল ইসলামের ছেলে হাছান শহীদ আকাশ (১৯), পোষনা গ্রামের লুৎফর রহমানের ছেলে সেলিম খানকে (১৯) এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং জুয়া খেলায় কালিহাতী গ্রামের আয়নাল হকের ছেলে শাকিল আহমেদ (২০), সিদ্দিক মিয়ার ছেলে রুবেল মিয়া (২০) ও আব্দুল বাছেদের ছেলে আলাউদ্দিনকে (২০) ৫০০ টাকা করে ১৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।