
সেবা ডেস্ক: গত সালে মিস ইউনিভার্স বলিভিয়া জয়েস প্র্যাডো নামের এক মডেল অন্তঃসত্ত্বা ঘোষণার পরেই তার রহস্যজনক মৃত্যু হয়েছে।
খুশি হয়েই মডেল সোশ্যাল মিডিয়ায় জানান, কিছুদিনের মধ্যেই মা হতে চলেছেন তিনি। আর নতুন অতিথির আগমনে অত্যন্ত খুশিও তারা। আপাতত চাইছেন পরিবার তাদের পাশে দাঁড়াক। জয়েসের মাতৃত্বের খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন বয়ফ্রেন্ড মডেল রোডরিগো গিমেঞ্জও। বেশ কিছুদিন ধরেই তারা সম্পর্কে রয়েছেন। বিয়ে করবেন বলেও ঠিক করেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মডেল তিনি জানিয়েছিলেন, প্রেমিককে কিছুদিনের মধ্যেই বিয়ে করবেন তিনি। তবে দিন এখনো ঠিক হয়নি। কিন্তু তারা বিয়ে করবেন এটা ঠিক হয়েছে। তারাও চাইছেন যাতে দুই পরিবারের পক্ষ থেকে তাদের বিয়ে নিয়ে আলোচনা হয়। তার মধ্যেই ঘটে গেল জয়েসের রহস্যজনক মৃত্যু। যদিও কীভাবে তার মৃত্যু হলো তা এখনো জানা যায়নি।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।