
জামালপুর সংবাদদাতা : জামালপুরে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষাকতা নিয়ন্ত্রন সম্পর্কিত বিধান বাস্তবায়ন করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজন করে।
২৪ এপ্রিল বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি(নাটাব)’র আয়োজনে জামালপুর জেলা প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা নাটাবের সভাপতি তানভীর আহমেদ হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহামুদ, ক্যান্সার ও টিউমার বিশেষজ্ঞ ডা এ,এ,এম তাহের ,জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সিভিল সার্জন, আনিছুর রহমান , জেলা প্রেক্লাবের সাধারন সম্পাদক শুভ্র মেহেদী , পুলিশ র্কমর্কতা তরিকুল ইসলাম প্রমুখ। সভায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রধানগন উপস্থিত ছিলেন।
ক্যান্সার প্রতিরোধে আবাধে জনবহুল জায়গায় ধুমপান-তামাকজাত দ্রব্য বন্ধ, তামাকের কুফল এবং স্বাস্থ্য সচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।