
কাজিপুর প্রতিনিধি: ‘ধর্ষণমুক্ত নিরাপদ দেশ চাই-মা বোনদের নিরাপত্তা চাই’ প্রতিপাদ্যে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান, মুন্সীগঞ্জের সেতু মন্ডল ও গাজীপুরের মনিকা গোমেজের ধর্ষণ ও হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কাজিপুর পূজা উদযাপন কমিটি এক মানববন্ধন করেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সোনামুখীতে আঞ্চলিক মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে স্কুল কলেজের শিক্ষার্থী, আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এসময় কাজিপুর পূজা উদযাপন কমিটির সভাপতি উজ্জ্বল ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সহসভাপতি রতন কর্মকার, গৌরচন্দ্র সাহা, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সভাপতি আজগর আলী মন্ডল, সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী, সোনামুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম প্রমূখ। বক্তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বিচার শেষ করার জোর দাবী জানান।
⇘সংবাদদাতা: কাজিপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।