
বকশীগঞ্জ সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মাংসের মূল্য নির্ধারণ দিয়েছে উপজেলা বাজার মনিটরিং কমিটি ও উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকালে পৌর মেয়র,ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠকে মূল্য নির্ধারণ করা হয়।
জানা গেছে, পৌর শহরের মাংস বিক্রেতারা নিজেদের ইচ্ছামত মাংসের দাম ধরে ভোক্তাদের কাছে বিক্রি করত। মাংসের মূল্য কত তার মূল্য তালিকা না টানিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হতো মাংস। এ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অপরদিকে প্রতারিত হতে থাকে ভোক্তারা।
মাংসের দাম বেশি নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
এ বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ২৩ এপ্রিল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডাকা হয় মাংস বিক্রেতাদের । বৈঠকে সকলের সর্বসম্মক্রিমে মাংসের মূল্য নির্ধারণ করা হয়।
বৈঠকে প্রতি কেজি গরু ও মহিষের মাংস ৫০০ টাকা, প্রতি কেজি ছাগলের মাংস (ছাগী) ৬০০ টাকা ও (খাসি) ৬৫০ টাকা বিক্রির সিদ্ধান্ত হয়। প্রশাসনের বেঁধে দেওয়া মূল্যের বাইরে কেউ মাংস বিক্রি করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়া হয়।
বকশীগঞ্জ ইউএনও ও উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি দেওয়ান মোহাম্মদ তাজুুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে এ সময় পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, সহকারী কমিশনার (ভ‚মি) সাঈদা পারভীন,বকশীগঞ্জ থানার ওসি(তদন্ত) তাহেরুল ইসলাম, মাংস ব্যবসায়ী ছামিউল হক, সাজু মিয়া সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।