![]() |
নিহত গৃহবধু |
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে ঘুমন্ত এক গৃহবধুকে ছুরিকাঘাতে খুন করেছে স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে হত্যাকান্ডে ব্যবহৃত ছোরাও জব্দ করেছে।
নিহত খোদেজা খাতুন (৩৮) উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামের ভ্যানচালক ইমতাজুর রহমানের স্ত্রী।
বৃহস্পতিবার রাত ২টার দিকে নিজ শয়ন ঘরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর শুক্রবার ভোর খোদেজার মারা যান।
নিহত খোদেজা খাতুনের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী এক বিছানায় ঘুমিয়ে পড়ে। রাত দুইটার দিকে স্বামী ইমতাজুর চিৎকারে পরিবারের অন্যান্য লোকজন জেগে ওঠে।
এ সময় ইমতাজুর রহমান জানান, জানালা দিয়ে কে বা কারা ঘুমন্ত খোদেজা খাতুনকে পেটের নিচের দিকে ছুরিকাঘাত করে। রাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে খোদেজা খাতুন মারা যান। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিন জানান, নিহতের স্বামী ইমতাজুর রহমানকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে দাম্পত্য কলহের জের ধরে তিনি নিজেই স্ত্রীকে হত্যা করেছে।
পরে তার স্বীকারোক্তিতে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।