শপথ নিলেন বগুড়ার ১২ উপজেলার নবনির্বাচিতরা

S M Ashraful Azom
0
শপথ নিলেন বগুড়ার ১২ উপজেলার নবনির্বাচিতরা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার ১২ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে তাদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান।

জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে শপথগ্রহণ অনুষ্ঠানে বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, বগুড়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুফিয়া নাজিম, অতিরিক্ত পুলিশ সুপার মোকবুল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন- বগুড়া সদরের আবু সুফিয়ান সফিক, শেরপুরের মজিবর রহমান মজনু, শিবগঞ্জের ফিরোজ আহমেদ রিজু, গাবতলীর রফি নেওয়াজ খান রবিন, সারিয়াকান্দির অধ্যক্ষ মুনজিন আলী সরকার, সোনাতলার মিনহাদুজ্জামান লিটন, কাহালুর আল হাসিব সুরুজ, ও আদমদীঘির সিরাজুল ইসলাম খান রাজু, দুপচাঁচিয়ার আলহাজ ফজলুল হক, নন্দীগ্রামে রেজাউর আশরাফ জিন্নাহ, ধুনটের আবদুল হাই সরকার খোকনও শাজাহানপুরের সোহরাব হোসেন ছান্নু।

দ্বিতীয় ধাপে ১৮ মার্চ বগুড়ার ১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে দুটি উপজেলায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। বাকি ১০টির মধ্যে সাতটিতে আওয়ামী লীগ ও দুটিতে বিদ্রোহী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top