রৌমারীতে অচল চালকল মালিকদের সচলের নোটিশ

S M Ashraful Azom
0
রৌমারীতে অচল চালকল মালিকদের সচলের নোটিশ

শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি : রৌমারী উপজেলায় অচল চালকল, সচল করতে চালকল মালিকদের সময়সীমা নির্ধারণ ও অন্যথায় লাইসেন্স বাতিলের নোটিশ দিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। চলতি মাসের ১৮ এপ্রিল এই নোটিশ প্রদান করা হয়। 

রৌমারীতে ৩৭টি চালকলের মধ্যে ৩২টি অচল চালকলে সরকারী বরাদ্দে সচল নিয়ে একাধারে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়ে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইশকে আব্দুল্যাহ রৌমারী উপজেলার অচল চালকলগুলো সরেজমিনে তদন্ত করেন। চালকলের বেহালদশার সত্যতা পাওয়ায় উখানি/রৌ/কুড়ি/চাতাল/১৮/১৯/১৩২ নং স্বারকে আগামী ১০মে/২০১৯ ইং তারিখের মধ্যে অচল চালকলগুলোর অবকাঠামো সচল করতে নিদের্শ দেওয়া হয়েছে।

এরপরেও অচল মিলের অবকাঠামো সচল করা না হলে তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের নোটিশের বাস্তবায়ন চায় রৌমারী উপজেলাবাসির কৃষককুল।


⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top