
খোকার দুষ্টুমি
-এম. খায়রুল কবির
খোকা আমার ভীষণ পাজী
ব্যস্ত কথার ছলে,
বলি তারে পড়তো বসো
বই লুকিয়ে ফেলে।
যদি বলি বই খাতা কই
দেখায় খেলার গাড়ী,
ধমক দিলে উল্টো আবার
গালটা করে ভারী।
পড়বে যেটা হারিয়ে গেছে
জীবজন্তু আর যান,
প্রাণীজগত পড়বে না সে
ভীষণ অভিমান।
ইংরেজি কি আর আমি বুঝি
বাংলা শুধু জানা,
গনিত একটা বিষয় হলো
হাতের আঙ্গুল গোনা।
খেলনা দেবো যত লাগে
পড়ো যদি তুমি,
তাহার দাবী-দিলেই তবে
পড়তে বসবো আমি।
বলে বাবা, নতুন সাইকেল
আমায় দিবে কিনে,
নুরের দরকার মোটর গাড়ী
সেটাও দেবে এনে।
বুঝলাম শেষে পড়ছি আমি
হাজার কথার ফেরে,
বললাম বাবা, ঘুমোও এখন
পড়বে না হয় ভোরে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।