
সেবা ডেস্ক: আসছে মে দিবস-২০১৯ উদযাপনের প্রস্তুতি উপলক্ষে জামালপুর শহর শাখার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ড পাথালিয়ায় শ্রমিকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল শুক্রবার রাতে পাথালিয়া হযরত শাহজামাল (রহ:) স্কুল ও কলেজে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি মো. জমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো. আব্দুস সোবাহান। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম আল-আমিন ও শফিকুল ইসলাম খান সজিব, বিশেষ বিষয়ক সম্পাদক রুহুল আমিন মিলন, মানবাধিকার বিষয়ক সম্পাদক আইনজীবী দিদারুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন ও জেলা শ্রমিকদলের সহ-সম্পাদক সুজন আহাম্মেদ শফিকুল।
বক্তারা মহান মে দিবস উদযাপন করতে সকল নেতৃবৃন্দকে জেলা শ্রমিকদল আয়োজিত মিছিলে উপস্থিত থাকার আহ্বান জানান।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।