
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে স্থানীয় পর্যায়ে কিশোর কিশোরীদের সযত্নবিকাশে ও ক্ষমতায়নে প্রচারভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।
পরে প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমানের সভাপতিত্বে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগীতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুনাহার সিদ্দিকা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আশানুর বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, ইউনিসেফ বাংলাদেশের উপজেলা সমন্বয়কারী এস এম, শাহিনুজ্জামান সহ আরও অনেকেই।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।