নুসরাত হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

S M Ashraful Azom
0
নুসরাত হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ
গাইবান্ধা জেলা প্রতিনিধি : নুসরাত জাহান রাফি ধর্ষন ও হত্যার বিচার চেয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণসহ নারীর প্রতি প্রহিংসার প্রতিবাদে প্রতিবাদে গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী শাখার উদ্যোগে ১২ এপ্রিল শুক্রবার সকালে ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কমিউনিষ্ট পার্টি নারী জেলা শাখার সম্পাদক সুপ্রিয়া দেবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য ও জেলার সভাপতি কমরেড মিহির ঘোষ, জেলার তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহŸায়ক এড. শাহাদৎ হোসেন লাকু, উদীচী জেলা শাখার সাধারান সম্পাদক মাহমদুল গণি রিজন, যুব ইউনিয়ন জেলা শাখার সভাপতি প্রতিভা সরকার ববি, সাধারন সম্পাদক মুরাদ জামান রব্বানি ও ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলার সাধারন সম্পাদক ওয়ারেছ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, গত ৬ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ঘটনার সূচনা হয়েছিল নুসরাত জাহান রাফি নামের মেয়েটির উপর। গত ১০ এপ্রিল তার মৃত্যু যন্ত্রণায় কাতর দিয়ে জীবনের পরিসমাপ্তি ঘটেছে। লাঞ্চনা যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে মেয়েটি কিন্তু আমাদের উপর দায়িত্ব দিয়ে গেলেন অন্যায়, অবিচার ,নির্যাতন পাসবিকতার বিরুদ্ধে প্রতিবাদ করার। বক্তারা আরো বলেন, নারীদের শোষিত, নির্যাতিত ও নিপীড়িত হওয়ার জন্য সরকার যে ভাবে আইন প্রণালি তৈরি করেছে তারপরও এই দেশের মেয়েরা নির্যাতিত হচ্ছে। দেশের আইন কেমন ভাবে প্রয়োগ হচ্ছে প্রশ্ন থেকেই যায়।

আমরা কি সচেতন না আমরা সচেতন নই। আমরা সচেতন হইলে নুসরাত, তনুর মত মেয়েদের এভাবে চলে যেতে হতো না। বক্তারা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top