
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ১৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ট্রাফিক পক্ষ উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল বুধবার দুপুর ২ টায় বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে নিলাখিয়া পাবলিক কলেজে ওই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সচেতনতা মূলক সভায় প্রধান আলোচক ছিলেন বকশীগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া।
এ সময় বক্তব্য রাখেন উক্ত কলেজের অধ্যক্ষ মো.মশিউল ইসলাম রঞ্জু, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, প্রভাষক নজরুল ইসলাম প্রমুখ।
সভায় সড়ক দুঘটনা রোধে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিকের বিভিন্ন সাংকেতিক চিহ্ন, ট্রাফিক আইন মেনে চলা, ট্রাফিক আইন সম্পর্কে পথচারী ও চালককে অবগত করা সহ বিভিন্ন গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করা হয়।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।