
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে অপহরণের এক সপ্তাহ পর অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব-১২ এর সদস্যরা। একই সাথে অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১০এপ্রিল বুধবার রাতে টাঙ্গাইল শহরের রুপবানী সিনেমা হল এলাকা থেকে অপহরণকারীতে গ্রেফতার এবং ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর হোসেন (২৬) টাঙ্গাইল শহরের দক্ষিণ থানা পাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। উদ্ধার হওয়া অপহৃত ছাত্রী (১৯) বাসাইল উপজেলার সিরাজুল হকের মেয়ে। সে অনার্স (বিবিএ) প্রথম বর্ষের ছাত্রী।
বৃহস্পতিবার (১১এপ্রিল) সকালে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান বলেন, প্রায় এক সপ্তাহ আগে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। পরে বুধবার (১০এপ্রিল) টাঙ্গাইল সদর মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার পর র্যাব বুধবার (১০এপ্রিল) রাতে টাঙ্গাইল শহরের রুপবানী সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে মামলার আগামী অপহরণকারীকে গ্রেফতার এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। পরে অপহরণকারী আলমগীর হোসেনকে টাঙ্গাইল মডেল থানায় হস্তান্তর করা হয়।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।